পথ  বিশেষ চাহিদাসম্পন্ন  বিদ্যালয়ের  পাশে দাঁড়ালো PAA ফাউন্ডেশন  


নিজস্ব প্রতিনিধি,  পলাশবাড়ি , শিলবাড়িহাটঃ 
স্বপ্ন সোসাইটি দ্বারা পরিচালিত "পথ " বিশেষ বিদ্যালয়ের পাশে এসে দাঁড়ালেন  কোচবিহার "PAA"ফাউন্ডেশন  কর্তা শ্রী পার্থ অধিকারী,   07/11/2019 তারিখ এ  RCI  এর  CRE প্রোগ্রাম এ  নিজে উপস্থিত থেকে পথ বিশেষ বিদ্যালয়ের  পাশে  সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তিনি একটি WHEEL CHAIR প্রদান করেন ব্যক্তিগত উদ্যোগে। 
সাথে ছিলেন কোচবিহার জেলার বিশিষ্ট ক্রীড়াবিদ| স্কুলের পক্ষে সভাপতি তাপস বর্মন বলেন " আমাদের "পথ " বিশেষ বিদ্যালয়ের কোনো একজন পথিক এই যন্ত্রাংশটির দ্বারা নিজের চলার  পথের বাধা নিজেই অতিক্রম করতে পারবে " l


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update