এবার রাজ্যের মানুষদের রেশনে খাদ্য সামগ্রী দেওয়ার ব্যাপারে কড়া মনােভাব নিতে চলেছে রাজ্যের মা-মাটি-মানুষের সরকার। সূত্রের খবর, আধার নম্বর যাচাই করে এবারে রেশনে খাদ্য সামগ্রী দেয়া হবে। ইতিমধ্যেই এই ব্যাপারে রাজ্যের খাদ্য ভবন থেকে জেলা প্রশাসনের আধিকারিকদের কাছে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

জানা গেছে, গত 14 নভেম্বর খাদ্য দপ্তরের সচিব এস এস চক্রবর্তী প্রতিটি জেলার আধিকারিকদের কাছে এই ব্যাপারে একটি চিঠি পাঠিয়ে দিয়েছেন। যেখানে জানানাে হয়েছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের সব রেশন দোকানে যাতে ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে আধার নম্বর যাচাই করে খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা চালু করা হয়। 

শুধু তাই নয়, আধার সংক্রান্ত কাজ ঠিক কতটা এগিয়েছে, সেই ব্যাপারেও ইতিমধ্যে একটি বৈঠকের কথা জানানাে হয়েছে। জানা গেছে, চলতি মাসের শেষের দিকে এই ব্যাপারে বৈঠক করবেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর সেই বৈঠকেই যদি কোথাও এই কাজে কোনাে খামতি দেখা যায়, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে খবর। শুধু তাই নয়, কাজের ঢিলেমি রুখতে প্রতিনিয়ত জেলা দফতরের আধিকারিকদের কাছ থেকে রিপাের্ট সংগ্রহ করবে দফতরের সিনিয়র আধিকারিকরা।