আজ পোস্ট গ্রাজ্যুয়েট শিক্ষকদের  APGTWA এর জেলা কমিটি গঠন হল  ঝাড়গ্রামে।   শেখর চন্দ্র রানা সভাপতি, সহ সভাপতি ঝন্টু মন্ডল, সান্তনু দাসমহন্ত সম্পাদক, প্রকাশ চন্দ্র মাহাত সহ সম্পাদক, শুভজিৎ ঘানা কোষাধ্যক্ষ, প্রান্তিক গায়েন সহ কোষাধ্যক্ষ এবং ড. সমীর কুমার দন্ডপট কে জেলা পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়।
রাজ্যকমিটির সম্পাদক চন্দন বড়াই জানান- "আজকে ঝাড়গ্রামে সাফল্যের সাথে জেলা কমিটি গঠন হয়েছে। যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেছেন- অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে পাস গ্র্যাজুয়েট টিচারদেরে সিনিয়ারিটির ভিত্তিতে উচ্চমাধ্যমিক বিভাগে রাখা হচ্ছে। যদিও সেখানে অনার্স এবং পিজি শিক্ষকরা রয়েছেন। অর্থাৎ শিক্ষার্থীদের পঠন পাঠনের মানদন্ডের ওপর বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। 
তাই তিনি  স্টাফ প্যাটার্ন এর সমস্যা থেকে মুক্তির জন্য সমস্ত পিজি এবং অনার্স  ক্যাটাগরির শিক্ষকদের সংগঠনের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।