কোচবিহারের ঐতিহ‍্য কোচবিহারের রাসমেলা। এবছর রাজকীয়ভাবে অনেক নেতা-নেত্রীকেই প্রথম দিন থেকে কোচবিহার রাসমেলায় আসতে দেখা গেছে। ১১ই নভেম্বর কোচবিহার রাসমেলা আরম্ভ হয়। যদিও ১৩ই নভেম্বর রাসমেলায় আসার কথা ছিল মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের। কিন্তু বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারদের পর্যবেক্ষনের জন‍্য তিনি আসতে না পারায় আজ রাসমেলা পরিদর্শনে আসেন মুখ‍্যমন্ত্রী। মুখ‍্যমন্ত্রী রাসমেলা পরিদর্শনে এসে মদনমোহন মন্দিরসহ বেশ কয়েকটা জায়গা পরিদর্শন করেন। পরে, কোচবিহারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি আলোচনা সভাও হয়। তবে এদিনের সফরে মুখ‍্যমন্ত্রী যেমন খুশি তেমনিই কোচবিহার বাসীর মধ‍্যেও খুশির হাওয়া দেখা দিয়েছ। স্থানীয় এক নেতা জানান, এই প্রথম কোচবিহার রাসমেলা কোনো মুখ‍্যমন্ত্রী পরিদর্শনে আসলেন। তাই সকলেই খুশি। কোচবিহার মদনমোহন মন্দিরে শুধু শান্ডিল্য গোত্রে নয়, সেই সাথে  মা, মাটি, মানুষ গোত্রে পূজা দিলেন মুখ্যমন্ত্রী ।
তবে কোচবিহারের সাংসদ নিশিথ প্রামানিককে আমন্ত্রণ না জানানোয় বিজেপির একটা বড়ো অংশ বিক্ষুব্ধ। অপরদিকে উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী তথা কোচবিহারের বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষকেও উদ্বোধনী মঞ্চে আমন্ত্রন না জানানোয় তৃণমূলের একটা বড়ো অংশ ক্ষোভ প্রকাশ করেছে।


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update