রাফাল চুক্তি  মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বৃহস্পতিবার সকালে। তারপরই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ  লোকসভা নির্বাচনের আগে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের ‘‘মিথ্যে অভিযোগ''-এর দাবি করে বলেন, তৃণমূ‌ল নেতৃত্বের উচিত মানুষের কাছে ক্ষমা চাওয়া। পাশাপাশি রাফাল মামলার রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এবং এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি জানান। তিন‌ি বলেন, ‘‘নির্বাচনের সময় আমরা দেখেছি কেবল কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেসও সস্তা রাজনীতি করেছে ও মিথ্যে গুজব ছড়িয়েছে রাফাল চুক্তি নিয়ে। এবার সুপ্রিম কোর্টের রায় প্রকাশিত। আমি তৃণমূ‌ল নেতৃত্বকে বলতে চাই, তাঁরা কি মিথ্যে গুজব ছড়ানোর জন্য মানুষের কাছে ক্ষমা চাইবেন? ওদের (তৃণমূল ও কংগ্রেস) মিথ্যে অভিযোগ মিথ্যে প্রমাণিত হয়েছে এবং ওরা ধরা পড়ে গেছে।''

তৃণমূলকে আরও আক্রমণ করে তিনি বলেন, ‘‘হঠাৎ তৃণমূল কংগ্রেস চুপ করে গেল কেন? তারা কি এই নিয়ে (রাফালের রায়) কথা বলতে অস্বস্তি বোধ করছে? ওদের যদি সাহস থাকে তাহলে ক্ষমা চাওয়া উচিত।''

২০১৯ লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস রাফাল চুক্তি প্রসঙ্গে অভিযোগ তুলে বিদ্ধ করেছিল গেরুয়া শিবিরকে।

বৃহস্পতিবার রাফায়েল বিমান মামলায় সিবিআই তদন্তের বিরুদ্ধে জমা পড়া সমস্ত পিটিশন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। গত বছরের ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, রাফাল বিমান চুক্তির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সন্দেহ করার কোনও কারণ ন‌েই। সরকারকে ক্লিন চিট দেয় শীর্ষ আদালত।

সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি-সরাসরি নিউজ সিন্ডিকেট থেকে সংগৃহীত। 


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update