প্রেসিডেন্সিতে ক্লাস রিপ্রেসেন্টেটিভ (সিআর) নির্বাচনে একক বৃহত্তম ছাত্র সংগঠন হতে চলেছে এসএফআই। তবে তৃণমূল ছাত্র পরিষদকে নিয়ে বিতর্ক দানা বেধেছে প্রেসিডেন্সির নির্বাচনে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বৃহস্পতিবার সেখানে খাতাই খুলতে পারেনি টিএমসিপি। তবে শাসক দলের একাংশের আবার দাবি, তাঁদের পাঁচ প্রার্থী ক্লাস রিপ্রেসেন্টেটিভ নির্বাচনে এগিয়ে রয়েছেন। উল্লেখ্য, ২০১০ সালে এই বিশ্ববিদ্যালয়ে তিনটি আসনে জিতেছিল টিএমসিপি।
এবারের নির্বাচনে ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর)-এর আসন সংখ্যা ছিল ১১৬টি। এই আসনগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগাম জিতে ছিলেন ২৯ জন প্রার্থী। বাকি সিআর আসন এবং পাঁচটি বিশেষ পদের জন্য এদিন ভোটদানে অংশগ্রহণ করেছিলেন ছাত্রছাত্রীরা। এদিন সন্ধে পর্যন্ত খবর, ৬৯০টি ভোট পেয়ে ৫৮টি আসনে জিতে গিয়েছে এসএফআই প্রার্থীরা। আইসি জিতেছে ৫২টি আসনে।
এদিন সন্ধে থেকে সেন্ট্রাল প্যানেলে ভোট গণনা শুরু হয়েছে। সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক এবং গার্লস কমনরুম সম্পাদক পদে ভোট গণনা চলছে। প্রথম রাউন্ডের গণনা থেকেই এই পাঁচটি পদে এগিয়ে রয়েছে এসএফআই। তবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আইসি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবহে চলে এদিনের ভোটাভুটি। তবে প্রেসিডেন্সির ছাত্র সংসদের রাশ যে মূলত এসএফআই’র হাতে থাকছে তা মোটের ওপর স্পষ্ট। শেষ পর্যন্ত ফলাফলের এই ধারা বজায় থাকলে দীর্ঘ ৯ বছর পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ক্ষমতায় ফিরবে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া।
এই মুহূর্তের ফলাফল একনজরে-
President
SFI-301
VP
SFI- 186
GS
SFI- 176
AGS
SFI- 216
sfi এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস বলেন-"প্রেসিডেন্সির নির্বাচনে SFI বিপুল জয় আবারও প্রমান হলো অবাধ ও শান্তিপূর্ন নির্বাচনে হলে কলেজে কলেজে ছাত্র - ছাত্রীরা SFI কে জয় যুক্ত করবে। গনতন্ত্রের জয় হলো, প্রেসিডেন্সির ছাত্র - ছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা।"
এই মুহূর্তের ফলাফল একনজরে-
President
SFI-301
VP
SFI- 186
GS
SFI- 176
AGS
SFI- 216
sfi এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস বলেন-"প্রেসিডেন্সির নির্বাচনে SFI বিপুল জয় আবারও প্রমান হলো অবাধ ও শান্তিপূর্ন নির্বাচনে হলে কলেজে কলেজে ছাত্র - ছাত্রীরা SFI কে জয় যুক্ত করবে। গনতন্ত্রের জয় হলো, প্রেসিডেন্সির ছাত্র - ছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা।"
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊