Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভগবান কেন মুখ ঢেকেছেন মুখোশে?



সারা দেশ দূষণ নিয়ে চিন্তিত। দিল্লি তো বটেই, বড় বড় সমস্ত শহরেই দূষণের কবল থেকে বাঁচতে মুখোশে মুখ ঢেকেছেন সাধারণ মানুষ। শুধুই কি মানুষ? মুখ ঢেকে দেওয়া হয়েছে ভগবানেরও! প্রধানমন্ত্রী মোদির সংসদীয় এলাকা বারানসীও ভয়ঙ্কর দূষণের সম্মুখীন, আর দেবতাদের শহর বারানসীতেই স্বয়ং ভগবানকেও দূষণ থেকে বাঁচাতে পরানো হয়েছে মুখোশ। দূষিত বায়ু থেকে আরাধ্য ঈশ্বরকে রক্ষা করতে মূর্তিগুলিকে মুখোশ পরিয়ে রেখেছেন কাশীর মানুষজন।  
পুরোহিত হরিশ মিশ্র্র আইএএনএসকে বলেন, “বারাণসী আস্থার নাগরী। আমরা দেবতাদের এখানে মানুষের মতো করেই ভাবি। যখন খুব গরম পড়ে তখন দেবতাদের শরীর ঠাণ্ডা রাখার জন্য তাঁদের শরীরে চন্দন লেপে দেওয়া হয়। শীতকালে দেবতাদের সোয়াটারও পরানো হয়। তাই যখন মানুষের মতোই দেখি তাহলে নিশ্চয়ই তাঁদের এই দূষণে খুবই কষ্ট হচ্ছে। তাই আমরা প্রতিমাদের মুখ মুখোশে ঢেকে দিয়েছি।”
তিনি জানান ভোলানাথ, দেবী দুর্গা, কালী এবং সাঁই বাবার পুজো করার পরে তাঁদের মুখোশ পরানো হয়েছে। প্রতিমাদের মুখোশ পরতে দেখে দূষণ থেকে বাঁচতে মানুষজন নিজেরাও মুখোশ পরতে শুরু করেন। ছোট বাচ্চাদেরও দূষণ থেকে বাঁচাতে মুখ ঢেকে রাখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code