Latest News

6/recent/ticker-posts

Ad Code

পোস্ট গ্রাজ্যুয়েট শিক্ষকদের APGTWA এর জেলা কমিটি গঠন জলপাইগুড়িতে


পোস্ট গ্রাজ্যুয়েট শিক্ষকদের  APGTWA এর জেলা কমিটি গঠন হল জলপাইগুড়িতে।  রাজ্যকমিটির সদস্য জয়প্রকাশ দাস বলেন-" আজ জলপাইগুড়ি জেলার APGTWA এর মিটিং সাফল্যের সাথে শেষ হল। মিটিং উপস্থিত সকল সদস্য শিক্ষক-শিক্ষিকা বন্ধুদের ও যারা বিদ্যালয়ে চলাকালীন পরীক্ষার জন্য আসতে পারেন নি  কিন্তু বারবার ফোনে খোঁজ নিয়েছেন এবং সর্বদা পাশে থাকার আশ্বাস দিয়েছেন,  তাদের সকলকে APGTWA এর পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা জেলা কমিটি গঠন করতে পেরে অত্যন্ত খুশি । আগামী দিনের আন্দোলনকে সুদৃঢ় করতে আরও ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকা সদস্যতা গ্রহণ করুন।" 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code