Latest News

6/recent/ticker-posts

Ad Code

JNU তে স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙার প্রতিবাদে দিনহাটায় ধিক্কার মিছিল



JNU তে স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙার প্রতিবাদে দিনহাটা নগরে ABVP এর ধিক্কার মিছিল। মিছিলে  উপস্থিত ছিলেন কোচবিহার জেলা সংযোজক দেবব্রত ভট্টাচার্য এবং কোচবিহার জেলা সহঃসংযোজ কৌশিক দাস এ SFD  প্রমুখ বিশ্বজিৎ বর্মন ও দিনহাটা মিডিয়া প্রমুখ প্রেম কুমার বর্মন , নগর সভাপতি রজত ঘোষ ও নগর সম্পাদক অর্ণব কুমার সূত্র। 
মিছিল শুরু হয় দিনহাটা সংহতি ময়দান থেকে পাঁচ মাথা মোড় হয়ে সংহতি ময়দানে এসে শেষ হয়। মিডিয়া প্রমুখ প্রেম কুমার বর্মন বলেন আমাদের দেশের যুব আইকন স্বামী বিবেকানন্দের মূর্তির ভেঙে এঁরা আবার প্রমাণ করল এরা দেশদ্রোহী কমিউনিস্ট।


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code