ক্ষুদ্র পত্র-পত্রিকা কবি-সাহিত্যিক-সাংবাদিকদের আঁতুর ঘর। সমাজের সৎনিষ্ঠ লেখক তৈরির কারিগর এই ক্ষুদ্র পত্রিকা। নানান আর্থিক অনটনের মধ্যেও সম্পাদকের নিষ্ঠা ও আন্তরিকতার ফসল এই সকল পত্র-পত্রিকা।
উত্তরবঙ্গের ৮ টি জেলায় শতাধিক পত্র-পত্রিকার সদস্য নিয়ে ‘ক্ষুদ্র পত্র-পত্রিকা পরিষদ-উত্তরবঙ্গ’ ঐতিহ্যবাহী একটি বৃহত্তম সংগঠন। এই সংগঠনের ত্রয়োদশ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে কোচবিহার জেলার দিনহাটায়, আগামী ২১-২২ ডিসেম্বর,২০১৯ দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাবে।
সম্পাদক আজিজুল হক বলেন- "গ্রাম-গঞ্জ তথা সামাজিক ক্রিয়া কর্মে আজকের ইলেকট্রনিক্স মিডিয়ার যুগেও সংবাদ পরিবেশন ও প্রতিভাবান লেখকদের আত্মপ্রকাশে ক্ষুদ্র পত্র-পত্রিকার গুরুত্ব অপরিসীম। এঁকে হাতিয়ার করে গড়ে উঠে সুস্থ সংস্কৃতির বাতাবরণ। তবুও নানান প্রতিকূল সমস্যার মধ্যে টিকে থাকে ক্ষুদ্র পত্রিকা। এই সকল সমস্যা উত্তরণের লক্ষ্যে সম্মেলনের মধ্যদিয়ে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহন করা অত্যন্ত জরুরী বলে আমরা মনে করি। এই সম্মেলনকে ঘিরে থাকছে লিটল ম্যাগাজিন মেলা, সেমিনার,এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।"
আজ দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাবে বিকাল ৪ টায় একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সুনীল সাহা,তরুন দাশ, গোকুল সরকার, সুবির দাস, দিনহাটা শাখা কমিটির আজিজুল হক, উজ্জ্বল আচার্য প্রমূখ। এছাড়াও অনেক বিদগ্ধ ব্যক্তিবর্গ। আজকের সভায় ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলা মেলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊