Latest News

6/recent/ticker-posts

Ad Code

DYFI এর প্রতিষ্ঠা দিবস উদযাপন দিনহাটায়


দীপাঞ্জন দত্ত,দিনহাটা:-DYFI'র ৪০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে CPI(M) এর দিনহাটা আঞ্চলিক কমিটির কার্যালয় প্রমোদ দাসগুপ্ত ভবনের সামনে লোকাল কমিটির পক্ষ থেকে আজ সকালে পতাকা উত্তোলন , শহীদ বেদীতে মাল্যদান করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  DYFI  জেলা কমিটির সদস্য  এন্দাদুল হক  দিনহাটা আঞ্চলিক কমিটির সম্পাদক অভিনব রায়, ছাএ সংগঠন  SFI এর পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল মালেক পাটোয়ারী, অভিক সরকার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য  শুভ্রালোক দাস সহ অন্যান্য নেতৃত্বরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code