রিলায়েন্স জিওকে  টেক্কা দিতে ফের নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড। ১,৬৯৯ টাকা প্রিপেড প্ল্যানটির বৈধতা ৪২৫ দিন। আগে ১,৬৯৯ টাকার প্রিপেড প্ল্যানটির বৈধতা ছিল ৩৬৫ দিন। কিন্তু বর্তমানে ওই মূল্যের প্রিপেড প্ল্যানেই ৪২৫ দিন বৈধতা দিচ্ছে BSNL। অর্থাৎ, আগের চেয়ে ৬০ দিন অতিরিক্ত বৈধতা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি। যদিও ৩১ অক্টোবর পর্যন্ত এই ১,৬৯৯ টাকা প্রিপেড প্ল্যানেই ৪৫৫ দিনের বৈধতা দেওয়া হত। রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটরটির নতুন এই অফার ৩০ নভেম্বর অবধি পাওয়া যাবে। ১,৬৯৯ টাকা প্রিপেড প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা পাওয়া যাবে। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কল, আর দিনে ১০০টা এসএমএস। বিএসএনএল-র বিজ্ঞপ্তি অনুসারে, নতুন অফারটি সমস্ত টেলিকম সার্কেলে উপলব্ধ।