শুভাশিস দাশ : দিনহাটার সংহতি ময়দানে কালী পুজো উপলক্ষে যে মেলা বসেছে তা জমে উঠেছে । প্রতিদিন সন্ধ্যের পর মেলা প্রাঙ্গণে হাজার হাজার মানুষ আসছেন মেলা দেখতে । শুধু দিনহাটা নয় এই মেলা দেখতে কোচবিহার আলিপুরদুয়ার থেকেও আসছেন মানুষজন । পনের দিনের এই মেলা শেষের দিকে । আছে বড়দের সাথে ছোটদের নাগর দোলা । বসেছে নানা রকমের দোকান । আর জিলেপি ? তার দেখাও পাওয়া গেলো এই কালীর মেলায় । এই মহকুমার এটি একটি বড় মেলার মধ্যে একটি ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊