শুভাশীষ দেবনাথ, আলিপুরদুয়ার :- 
আলিপুরদুয়ার 2 নং পঞ্চায়েত সমিতির অধীনস্ত যশোডাঙ্গা সাপ্তাহিক ও দৈনন্দিন মাছ বাজারের বেহাল অবস্থা,নিয়মিত পরিষ্কারেরও  কোন ব্যবস্থা নেই। সমস্ত জায়গায় ময়লা আবর্জনায় পরিপূর্ণ হবার কারণে  দুর্গন্ধ ছড়াচ্ছে, যার ফলে ক্রেতা ও বিক্রেতাদের   দুর্ভোগ বেড়েছে। বাজারের চারপাশে পড়ে রয়েছে পচা মাছ এবং মাছের আঁশ মুরগির পালক  তা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে এবং তা মশা-মাছির আঁতুড়ঘরে পরিণত হয়েছে এবং মশাবাহিত বিভিন্ন রোগ ছড়াচ্ছে এলাকায়। 
বাজার পার্শ্বস্থ স্থানীয় বাসিন্দারা বলেন,  সরকারী হাটসেড সংলগ্ন জায়গাতে ব্যবসায়ীরা যাবতীয় নোংরা ফেলে দিয়ে চলে যায় এবং তা বৎসরের পর বৎসর পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায় এবং তা পরিস্কার করার জন্য কোনো হেলদোল নেই ব্যবসায়ী সমিতির। ইজরাদার সপ্তাহে খাজনা নেবেন চলে যাবেন।অথচ এদিকে কোন নজর দেন না বলে অভিযোগ। 
অন্য দিকে কিছু মাছ ব্যবসায়ীরা দুর্গন্ধে অতিষ্ট হয়ে বাজার পার্শ্বস্থ অন্য জায়গায় বসছে ফলে সেই স্থানও খুব বেশি দেরি নেই মশার আঁতুরঘরে রূপান্তরিত হওয়ার। স্থানীয় বাসিন্দারা বলেন প্রশাসনের  কাছে আবেদন রাখছি অতি শীঘ্রই  মাছ ও মাংস বাজার সেডের নীচে ব্যবহারযোগ্য এবং পরিস্কার করে দিক।