শুভাশিস দাশ , দিনহাটা:
সূর্য দেবের পুজোকে ঘিরে দিনহাটায় চলছে এক উত্সব । এরই অঙ্গ হিসেবে গতকাল বিকেলে অস্তমিত সূর্য কে অর্ঘ্যদান হয়েছিল , আজ সূর্য ওঠার আগে সূর্যের উপাসক রা  দিনহাটা থানা দীঘিতে নেমে সূর্যার্ঘ্য দেন । প্রায় রাত তিনটে থেকে তাঁদের প্রস্তুতি চলে । প্রভাতী এই সূর্য বন্দনা দেখতে দীঘির পারে শত শত মানুষ জড়ো হয় । সুষ্ট ভাবে ছট পুজো সম্পন্ন করতে প্রশাসন বেশ তৎপর ছিল ।