আজ থেকে ভারতের মানচিত্রে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করল কাশ্মীর৷ একইসঙ্গে ভারতের মানচিত্র থেকে 

চিরতরে রাজ্যের মর্যাদা হারালো কাশ্মীর৷জম্মু-কাশ্মীর থেকে বিচ্ছিন্ন লাদাখও এখন পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল৷ ফলে, ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৷ সেইসঙ্গে রাজ্যের সংখ্যা একটি কমে হল ২৮৷
কাশ্মীরের জন্য থাকা সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ লোপ ও জম্মু-কাশ্মীরের পুনর্গঠন বিল আনার ফলে বিশেষ মর্যাদা শুধু নয়, রাজ্যের মর্যাদাটুকুও হারায় জম্মু ও কাশ্মীর৷ বুধবার মধ্যরাত থেকে সেই সিদ্ধান্ত সরকারি ভাবে স্বীকৃতি পেল৷ এখন থেকে দু’টি এলাকার পুলিশ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা থাকবে কেন্দ্রের হাতে৷ জমির বিষয়টি দেখবে কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচিত সরকার৷