Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছট পূজা উপলক্ষে জলপাইগুড়ি রাজবাড়িতে 'অশ্লীল' নাচ ঘিরে তুমুল বিতর্ক


গতকাল রাতে ছট পূজা উপলক্ষে জলপাইগুড়ি রাজবাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ার এই অনুষ্ঠানকে ঘিরে রাত থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। মঞ্চে যে চটুল নৃত্য পরিবেশন করা হয়, তা নিয়ে স্থানীয় মানুষ তীব্র নিন্দা জানিয়েছেন। 
অধ্যাপক সুকান্ত ঘোষ বলেছেন-"জলপাইগুড়িতে আজ ছট পুজো উপলক্ষে রাজবাড়ীতে যে ধরনের দৃষ্টিকটু এবং অশ্লীল অনুষ্ঠান পরিবেশন করা হলো তা আর যাই হোক, পশ্চিমবঙ্গের সংস্কৃতি সঙ্গে বেমানান।ছট পুজো পবিত্র এবং কঠিন কারণ ভক্তরা জিনিসটার সাথে এ পুজো করে সেখানে এই ধরনের বেলাল্লাপনা সহ্য করা যায় না। জল শহরের সঙ্গে আত্মিক সম্পর্ক থাকায় আজ প্রশাসনের নাকের ডগায় যা হলো তার প্রতিবাদ কোন গণমাধ্যমে পেলাম না। চরম নিন্দনীয় এবং অসহ্য নিও ঘটনা। যার প্রতিবাদ সর্বস্তরে হওয়া উচিত"
ইতিমধ্যে ভাইরাল সেই নাচের ভিডিও। সাথে শুরু হয়েছে তীব্র নিন্দা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code