![]() |
গত কয়েকদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের 'গরুর দুধে সোনা' মন্তব্যে গোটা সোস্যাল মিডিয়া জুড়ে হইচই শুরু হয়েছিল। নানারকম সমালোচনা থেকে 'মিম', ঝড় উঠেছিল মানুষের মধ্যে।তাই হয়তো সমালোচকদের পক্ষ থেকে গো-মাতা'র কাছে ক্ষমা চাইলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
মায়াপুর গো-শালা'য় গিয়ে আদর ও যত্ন সহকারে গো-মাতা'র কাছে ক্ষমা চেয়েছেন তিনি। আর সেই ছবি পোস্ট করেছেন স্যোসাল মিডিয়ায়। লিখেছেন- "হে গোমাতা যারা তোমাদের প্রশংসা সহ্য করতে পারে না , তাদের তোমরা ক্ষমা করে দাও । গোমাতার জয় হোক !"
দেখে নিন সেই পোস্টটি-
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊