রঞ্জিত ঘোষ, বাঁকুড়া, ১১নভেম্বর :বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির তলঝিটকা গ্রামের রাসমন্দির শতাব্দী প্রাচীন । আর আজ ছিল নতুন ভাবে গড়ে ওঠা এই মন্দিরটির সংস্কারের দিন । সেই উপলক্ষে গ্রামের বালিকারা সকাল সকাল বেরিয়ে পড়েন গ্রাম সংলগ্ন নদীতে জল আনতে । এবং সেই জল দিয়েই জলাভিষেক করা হয় ঈশ্বর রাধাকৃষ্ণের মূর্তিতে । এবং শুরু হয় মন্দির প্রতিষ্ঠার যজ্ঞানুষ্ঠান যাতে অংশ নিয়ে ছিলেন বিশিষ্ট পণ্ডিতগণ । 

তার পর বাঁকুড়ার জেলাশাসক উমাশংকর এস আসেন এবং এই মন্দিরের ফিতে কেটে রাসমন্দিরটির উদ্বোধন করেন । স্থানীয় সূত্রে জানা যায় ,শতাব্দী প্রাচীন এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমাদের এখানে নরনারায়ণ সেবার আয়োজন করা হয় এবং আশেপাশের বিভিন্ন গ্রামথেকে অসংখ্য মানুষ এখানে দুপুরের ভোজন সম্পন্ন করেন । পাশাপাশি তারা আরো জানায় , আমরা এখানে হরিনামসংকীর্ত্তণ ও ছো নৃত্যের ব্যবস্থা করেছি।



নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update