সংবাদ একলব‍্য, ওকড়াবাড়ী, ৬ই নভেম্বর: ওকড়াবাড়ীতে প্রেমিকাকে কাছে পেতে প্রেমিকের ধরনা। প্রায় ১৪ঘন্টা ধরনা চলার পর অসুস্থ হয়ে পড়ে প্রেমিক তাপস। রাত্রি ১২টা নাগাদ তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করান তার সঙ্গে থাকা স্থানীয় মানুষ ও বন্ধুরা। 
জানা গেছে, মেয়ে  এদিন রাতেই বাড়ি ফেরে এবং তিনি সম্পর্কের কথা অস্বীকার করেন। মেয়ের বক্তব্য- তাপস তাকে অনেকবার বিভিন্নভাবে হয়রানি করেছে ও ব্ল‍্যাকমেল করেছে। এ কথার ওপর ভিত্তি করে মেয়ে পক্ষ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা যায়। 
এদিকে মেয়ে অস্বীকার করায় প্রেমিকের দাবীদার তাপস মানসিক ভাবে ভেঙে পড়েছে জানা যায়।


like our facebook page for more update