শুভাশিস দাশ , দিনহাটাঃ দিনহাটা থানা পাড়া জগদ্ধ্বাত্রি পুজো কমিটির জগদ্ধ্বাত্রি পুজো আজ মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে । দিনহাটার প্রাচীনতম এই পুজোকে ঘিরে এলাকার মানুষ উত্সবে মেতে উঠেছেন। এই পুজো সকাল থেকেই তিথি অনুযায়ী শুরু হয়ে গেছে । একই দিনে ষস্টি সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী পুজো হয়ে থাকে । দিনহাটা থানা দীঘির পাশে স্থায়ী মন্দিরে এই পুজো হয়ে আসছে সত্তর বছর ধরে।
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊