Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছটপূজায় ফাঁসিরঘাটে বাঁশের সাঁকো ভাঙ্গা নিয়ে প্রশ্নের মুখে কোচবিহার পৌরসভা



কোচবিহারের ফাঁসিরঘাটে ভেঙে পড়ল বাঁশের সাঁকো। ছটপুজোর জন্য তৈরি করা এই অস্থায়ী সাঁকো ভেঙে বেশকিছু মানুষ পড়ে যান তোর্ষা নদীতে। তৎপরতার সঙ্গে তাঁদেরকে উদ্ধার করা হয়।  ঘটনাস্থলে পৌঁছেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা টিম। 
ছট পূজা উপলক্ষ্যে তোর্সা নদীর উপর তৈরি করা হয়েছিল অস্থায়ী বাঁশের সাঁকো। বিকেলে সূর্যকে আমন্ত্রন জানিয়ে পূণ্যার্থীরা যখন ছটের ডালি মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন সে সময় কোচবিহার ফাসিরঘাট এলাকায় অস্থায়ী ভাবে নির্মিত বাঁশের সাঁকো হঠাৎ করে ভেঙ্গে পরে।  ফলে ওই সাঁকো ভেঙ্গে বেশ কিছু মানুষ জলে পরে, ঘটনায় এই পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি যদিও ঘটনাস্থলে পৌঁছে কোচবিহার কোতোয়ালি  পুলিশ অবস্থা নিয়য়ন্ত্রণে আনে।
তবে ইতিমধ্যে এই সাঁকো ভেঙ্গে যাওয়া নিয়ে সৃষ্টি হয়েছে  বিতর্ক। অনেকের বক্তব্য প্রয়াত চেয়ারম্যান বীরেন কুন্ডু কিংবা রেবা কুন্ডুর আমলে এই ধরণের দুর্ঘটনা ঘটেনি। বর্তমান সরকারের আমলে এই ধরণের ঘটনা স্বভাবতই প্রশ্নের মুখে। প্রশাসন কেন এমন দুর্বল মানের কাজ করলেন তা নিয়েও উঠছে প্রশ্ন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code