Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছট পুজার শুভ সন্ধ্যায় জমজমাট জলপাইগুড়ির কিং সাহেবের ঘাট







মধুসূদন রায়, জলপাইগুড়ি, ২রা নভেম্বর :আজ  ছট পূজা উপলক্ষে জমজমাট ভীর দেখতে পাওয়া যায় জলপাইগুড়ি শহরের কিং সাহেবের নদীতে। আমার সকলকেই জানি প্রত্যাক বৎসরের কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় ছট পূজা । ভগবান সূর্যদেব এবং তাঁর স্ত্রী ঊষাকে আরাধনার মাধ্যমে এই পূজা আরাধনা করে থাকেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। প্রধানত বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে এই ছট পূজার ব্যাপকতা দেখতে পাওয়া যায়। এছাড়াও ভারতের অন্যান্য রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ এবং  নেপালে এই পূজা হয়ে থাকে। জানা যায় কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই ব্রত উদযাপিত হওয়ার কারণে এর নাম ছট রাখা হয়েছে।
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি শেষ হয়ে যাবার পর কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক শুক্লা সপ্তমী অবধি চার দিন ধরে ছট পূজা করে থাকে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। 
অন্য প্রচলিত কাহিনী অনুযায়ী ছট পূজার সূচনা মহাভারত থেকে হয় । সূর্যপুত্র কর্ণই সূর্যোদয়ে সূর্যের পূজা শুরু করেন। এবং সেই পূর্ব পুরুষদেরকে অনুসরণ করে আজও হিন্দু সম্প্রদায়ের মানুষেরা এই পূজো করে থাকেন। সেই ছট পূজাকে উপলক্ষ্য করে জলপাইগুড়ির কিং সাহেবের নদীতে ঢল দেখতে পাওয়া যায় প্রচুর মানুষের। এবং সেই মানুষজনের ভীর ছিল দেখবার মতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code