নিজস্ব প্রতিনিধিঃ- আজ ২৯ শে নভেম্বর ২০১৯ বিজিটিএ দঃ ২৪ পরগনা জেলা কমিটি টিজিটি আন্দোলন জোরদার করার লক্ষ্যে জোড়া সমাবেশের আয়োজন করে। প্রথমটি অনুষ্ঠিত হয় দঃ ২৪ পরগনার বিচ্ছিন্ন এলাকা সাগর দ্বীপে, আর দ্বিতীয়টি ভাঙড়ের পোলেরহাট হাই স্কুলে।
বিজিটিএ সুত্রে জানা গেছে দুই সমাবেশেই শতাধিক করে গ্র্যাজুয়েট টিচার যোগ দেন। এনারা বেশীর ভাগ ই আজ বিজিটিএ তে নতুন যোগ দিয়েছেন বলে জানা গেছে। বিজিটিএ দঃ ২৪ পরগনা জেলা কমিটির তরফে এই সমাবেশের পোশাকী নাম দেওয়া হয় 'পরিকল্পনা সমাবেশ'।
দঃ ২৪ পরগনা বিজিটিএ জেলা কমিটির সহ সভাপতি বাবলু হালদার টেলিফোনে এই সংবাদ দাতা কে জানান,"দঃ ২৪ পরগনার গ্র্যাজুয়েট টিচার রা টিজিটি আন্দোলনে আরো অধিক মাত্রায় যোগ দেবেন, তারা আরো একটি কঠোর আন্দোলনের জন্য মুখিয়ে আছেন। আমরা ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী কে দাবীপত্র দিয়ে এসেছিলাম। সেকারণে নভেম্বর মাসটা আমরা মুখ্যমন্ত্রী'র হস্তক্ষেপের অপেক্ষায় আছি। ডিসেম্বরের প্রথম থেকে আমরা ভয়ঙ্কর কঠোর আন্দোলন শুরু করব। আজকের সমাবেশ তার ই প্রস্তুতি সভা!"
দঃ ২৪ পরগনার জয়নগর ব্লকের সভানেত্রী তথা গুরুত্বপূর্ণ নেত্রী নিপা বৈদ্য জানান,"গ্র্যাজুয়েট টিচাররা বঞ্চিত হতে হতে একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে হাই কোর্টের 'ম্যান্ডামাস" মানানোর জন্য আন্দোলন করতে হয়!তবে সরকার কে সময় দিচ্ছি বলে সরকার যদি আমাদের দুর্বল ভাবেন তো ভুল করবেন,কেননা আমাদের আইনী প্রক্রিয়া জারি আছে। আর এই ফাঁকে প্রতিটি জেলা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি টাও সেরে নিচ্ছে। জয় আমাদের হবেই!"
বিজিটিএ সুত্রে জানা গেছে দুই সমাবেশেই শতাধিক করে গ্র্যাজুয়েট টিচার যোগ দেন। এনারা বেশীর ভাগ ই আজ বিজিটিএ তে নতুন যোগ দিয়েছেন বলে জানা গেছে। বিজিটিএ দঃ ২৪ পরগনা জেলা কমিটির তরফে এই সমাবেশের পোশাকী নাম দেওয়া হয় 'পরিকল্পনা সমাবেশ'।
দঃ ২৪ পরগনা বিজিটিএ জেলা কমিটির সহ সভাপতি বাবলু হালদার টেলিফোনে এই সংবাদ দাতা কে জানান,"দঃ ২৪ পরগনার গ্র্যাজুয়েট টিচার রা টিজিটি আন্দোলনে আরো অধিক মাত্রায় যোগ দেবেন, তারা আরো একটি কঠোর আন্দোলনের জন্য মুখিয়ে আছেন। আমরা ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী কে দাবীপত্র দিয়ে এসেছিলাম। সেকারণে নভেম্বর মাসটা আমরা মুখ্যমন্ত্রী'র হস্তক্ষেপের অপেক্ষায় আছি। ডিসেম্বরের প্রথম থেকে আমরা ভয়ঙ্কর কঠোর আন্দোলন শুরু করব। আজকের সমাবেশ তার ই প্রস্তুতি সভা!"
দঃ ২৪ পরগনার জয়নগর ব্লকের সভানেত্রী তথা গুরুত্বপূর্ণ নেত্রী নিপা বৈদ্য জানান,"গ্র্যাজুয়েট টিচাররা বঞ্চিত হতে হতে একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে হাই কোর্টের 'ম্যান্ডামাস" মানানোর জন্য আন্দোলন করতে হয়!তবে সরকার কে সময় দিচ্ছি বলে সরকার যদি আমাদের দুর্বল ভাবেন তো ভুল করবেন,কেননা আমাদের আইনী প্রক্রিয়া জারি আছে। আর এই ফাঁকে প্রতিটি জেলা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি টাও সেরে নিচ্ছে। জয় আমাদের হবেই!"
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊