লতা মঙ্গেশকর (Photo Credits: PTI)


কোকিলকণ্ঠী এই গায়িকার বয়স হয়েছে ৯০। বয়সজনিত কারণে এমনিতেই অসুস্থতা বাড়ছে গায়িকার। তাই চিকিৎসকদের পরামর্শ নিয়েই চলতে হচ্ছে তাঁকে। রবিবার তাঁর অবস্থা মোটামুটি ঠিকই ছিল। নভেম্বর ১০ তারিখ পদ্মিনী কোলাপুরেকে তিনি ‘পানিপথ’ ছবির জন্য শুভেচ্ছাও জানান। কিন্তু সোমবার সকাল থেকে পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। অবস্থার ক্রমশ অবনতি হতে থাকায় হাসপাতালে ভর্তি করতে হয় সুরসম্রাজ্ঞীকে। PTI-এর রিপোর্ট অনুযায়ী, আজ রাত ২ টো নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। ফলে আইসিইউ-তে রাখা হয় তাঁকে। 

ডাক্তার ফারুক ই উদওয়াদিয়ার চিকিৎসাধীন রয়েছেন প্রবাদপ্রতীম এই গায়িকা। আজ তাঁর বোন আশা ভোঁশলে হাসপাতালে এসে তাঁকে দেখে যান তিনি। উষা মঙ্গেশকর আজ PTI- এর সাংবাদিকদের জানিয়েছেন, "লতা দিদি এখনও পর্যন্ত হাসপাতালেই রয়েছেন। তিনি চিকিৎসকদের তত্বাবধানে রয়েছেন। তিনি চিকিৎসায় সঠিকভাবে সাড়া দিয়েছেন এবং এখন একটু ভালো আছেন। আগামীকাল তাঁকে হাসপাতাল থেকে বাড়ি পাঠানো হবে।"
এদিকে যখন লতা সুস্থ হওয়ার দিকে তখনই গত শনিবার থেকে তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়লো সোশ্যাল মিডিয়ায়। ‘লতা মঙ্গেশকর আর নেই’, ‘লতা মঙ্গেশকরের স্মৃতির প্রতি শ্রদ্ধা’, ‘চলে গেলেন লতা মঙ্গেশকর’—লতা মঙ্গেশকরকে নিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটারে গত কয়েক দিন এমনি অসংখ্য বার্তা লেখা হচ্ছে। এসব বার্তায় অনেকেই কিংবদন্তি এই সংগীতশিল্পীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, শোক প্রকাশ করছেন। এসব বার্তার মধ্য দিয়ে লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর প্রচার করা হচ্ছে। আর তা কেউ কেউ করছেন অতি উৎসাহী হয়ে, আবার কেউ কেউ করছেন কিছু না জেনেই। আর বেশির ভাগ মানুষই করছেন গুজব ছড়ানোর জন্য।

এবার লতা মঙ্গেশকরের পরিবারের পক্ষ থেকে এসব গুজব ছড়ানো বন্ধ করার জন্য অনুরোধ করেছেন অনুশা শ্রীনিবাসন আইয়ার। টুইটারে তিনি লিখেছেন, ‘প্লিজ, গুজব ছড়ানো বন্ধ করুন। লতা দিদির অবস্থা আপাতত ভালো এবং উন্নতিও হচ্ছে। তাঁর সুস্থতার জন্য আসুন সবাই মিলে প্রার্থনা করি।’

লতা মঙ্গেশকরের টুইটার অ্যাকাউন্ট থেকে তাঁর এক নিকটজন লিখেছেন, ‘লতা দিদির অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ হয়ে উঠেছেন। আপনাদের উদ্বেগ আর প্রার্থনার জন্য ধন্যবাদ।’