পবিত্র গঞ্জু, কাছার,আসামঃ 

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের হাফলং বিভাগের উমরাংসু ও হাফলং -এ দুটি স্থানে, জৈবিক কৃষি ও গো বিজ্ঞানের উপর ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত দুটি শিবির অনুষ্ঠিত হয় এবং বরাক উপত্যকার কর্মকুঞ্জ বিভাগের মাধব ধাম 'মাধব গো বিজ্ঞান অনুসন্ধান কেন্দ্রে ৫ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত তিন দিবসীয় একটি বর্গ সমাপ্ত হয়।
উক্ত বর্গে অখিল ভারতীয় গো বিজ্ঞান প্রশিক্ষণ প্রমুখ মাঃ রাঘবেন্ জী এবং দঃ আসাম প্রান্তের গো সেবা সংরক্ষণ প্রমুখ মহেন্দ্র চন্দ্র দাস উপস্থিত ছিলেন। এই বর্গে দঃ আসাম প্রান্তের বিভিন্ন স্তরের কার্যকর্তাদের উপস্থিতির মাধ্যমে বর্গ সুসম্পন্ন হয়। 
মোট ৫০ জন গো পালক এবং কৃষকদের জৈবিক কৃষি ও গো বিজ্ঞানের  সাথে ঔষধী বিষয় নিয়ে প্রাক্টিকেল -থিওরী করানো হয়। এই তিনটি বর্গ সুসম্পন্ন করতে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখনীয়।


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update