![]() |
pic source: odisha news time |
নিউ দিল্লী, ১৯ই নভেম্বর: ২০ মিটার লম্বা ১৭ টন ওজনের ১০০০ কেজি পে-লোড বহন করতে পারা ব্যালিস্টিক মিসাইল অগ্নি-২ এর সফল উৎক্ষেপন করা হল। প্রথমবার রাতের অন্ধকারে ছুটল ভারতের মিসাইল অগ্নি-২। ১৬ নভেম্বর, শনিবার ওডিশার ড. আব্দুল কালাম আইল্যান্ড থেকে উৎক্ষেপণ করা হয় ওই মিসাইল। অগ্নি – ২ মিসাইলের সফল পরীক্ষণ গত বছরেই করা হয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে এই মিসাইলের পরীক্ষণ প্রথমবার হল। মাটি থেকে মাটিতে নিশানা ধ্বংস করার এই পরীক্ষা চালানো হয়েছে। এই মিসাইলের মারক ক্ষমতা ২০০০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৩০০০ কিলোমিটার পর্যন্ত করা যেতে পারে। অগ্নি ২ মিসাইলে নিউক্লিয়ার বোমা নিয়ে যেতেও সক্ষম। অগ্নি ২ মিসাইলকে এর আগেই সেনায় যুক্ত করা হয়েছিল।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊