Latest News

6/recent/ticker-posts

Ad Code

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও এন আর সি এর বিরুদ্ধে রাজ্য শাসকদলের পথসভা ওকড়াবাড়ীতে



আরিফ হোসেন, ওকড়াবাড়ী, ২৩শে নভেম্বর: 

গোটা দেশ জুড়ে এখন এন আর সি এর আতঙ্কে ভুগছে মানুষ। বহু রাজনৈতিক ও অরাজনৈতিক দল এন আর সি রুখতে একের পর এক পথসভা, আন্দোলন, অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। প্রথম থেকেই এন আর সি এর বিরোধিতা করে চলেছে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসও। এদিন সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ী বাজারে দিনহাটা ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের এস সি/এস টি/ ও বি সি সেলের সৌজন্যে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট নাগাদ থেকে একটি পথসভা আরম্ভ হয়। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিতাই বিধান সভা বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মহাশয় এবং জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নুর আলম মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন, ওকড়াবাড়ী তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দের সকলেই। এদিনের এই জনসভাকে ঘিরে বাজারে মানুষের একটা আলদা আকাঙ্ক্ষা চোখে পড়ে। দলে দলে, কাতারে কাতারে মানুষ দাড়িয়ে বসে এই সভা শুনছে। এদিনের পথসভায় বক্তব্যে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও এন আর সি এর বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেসের বক্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code