Latest News

6/recent/ticker-posts

Ad Code

ওকড়াবাড়ীতে প্রেমিকার বাড়িতে ধর্ণায় প্রেমিক


সংবাদ একলব‍্য, ওকড়াবাড়ী, ৫ই নভেম্বর: ধরনা যেন এখনকার প্রেমিক প্রমিকাকে কাছে পাবার জন‍্য একটা উল্লেখযোগ‍্য পন্থা হয়ে দাড়িয়ে গেছে। ধূপগুড়ির অনন্তের ধরনা থেকেই উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় প্রেমিকের ধরনা বসা শুরু হয়েছে প্রেমিকার বাড়িতে। কখনো কখনো সাফল‍্য পেলেও অনেকই আবার সাফল‍্য পায়নি। এদিন সকাল ১১টা ৪০ নাগাদ সীমান্তবর্তী এলাকা দিনহাটার রংপুর রোডের ওকড়াবাড়ী পেরিয়ে বটতলা দিয়ে এগিয়ে রামপ্রসাদে প্রেমিকার বাড়িতে ধরনায় বসল আটিয়াবাড়ীর প্রেমিক। এদিন প্রেমিক তাপস রায় প্রেমিকার বাড়িতে ধরনায় বসলে তার ওপর মারধোরের অভিযোগও তোলে প্রেমিক। দীর্ঘ ২বছরের সম্পর্ক রয়েছে বলে জানায় তাপস।
 এই মুহুর্তে প্রেমিকা বাড়িতে নেই। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে ওকড়াবাড়ী এলাকার প্রধান। খুব শীঘ্রই সুরাহা হবে বলে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code