Latest News

6/recent/ticker-posts

Ad Code

পৃথিবীতে বরফ যুগের সূচনা হতে চলেছে!

গবেষকদের দাবি, ২৫ লক্ষ বছর আগে যেমন তুষার যুগ ছিল তেমনই হতে চলেছে দুনিয়া।
তখনকার মতো বিরাট বরফের স্তরে ঢেকে থাকা পৃথিবী আবার ফিরে যেতে চলেছে। সেই সময়টিকে বরফ যুগ বা তুষার যুগ হিসেবে চিহ্নিত করা হয়।
শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ হয়েছে এই রিপোর্ট। গবেষকরা জানিয়েছেন, সুমেরু মহাদেশ বা আন্টার্কটিকার বরফের স্তর ধীরে ধীরে বাড়ছে। এই বরফ স্তর সমুদ্রের উপর চাদরের মতো বিছিয়ে যাচ্ছে।
গবেষকদের দাবি, বরফের এই জমাট স্তর সমুদ্রে ছড়িয়ে পড়ায় সমুদ্র থেকে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নিঃসরিত হতে পারছে না। ফলে পৃথিবীতে বরফ যুগের সূচনা হতে পারে।
গবেষকরা জানিয়েছেন, বায়ুমণ্ডলে কার্বনের নিঃসরণ কমছে। এতে তাপমাত্রা হ্রাস পাচ্ছে। এর ফলে পৃথিবী ক্রমেই শীতল হচ্ছে।
সম্প্রতি নাসা জানায়, আন্টার্কটিকায় মেক্সিকোর সমান বিশাল আকারের হিমবাহ গলে যায়। উষ্ণায়ণের এই রিপোর্টে বলা হয়, ২৩০০ সাল নাগাদ আসবে মহাপ্রলয়। আর এবার তুষার যুগের রিপোর্ট ঘিরে শুরু হয়েছে নতুন করে আলোড়ন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code