শুভাশিস দাশ : আজ ছট পূজা । দুপুরের পর পরই দিনহাটা থানা দীঘির চার পাশে ছট উপাসক দের ভিড় বাড়তে থাকে । এদিন বিকেলে ছট উপাসকরা জলে নেমে সূর্য দেবের উদ্দেশ্য করে ব্রতী হয় । ছট মাইয়া বলে কেউবা তাঁকে আখ্যায়িত করে । এই উত্সব দেখতে প্রচুর মানুষ দীঘির চার পাশে ভিড় করে । বস্তুত এটি একটা মেলার রূপ নেয় । দিনহাটা পৌরসভার তরফ থেকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে । এদিকে দীঘিতে জল বেশী থাকায় নিরাপত্তার জন্য জলে বোট নামানো হয় । এই বোটে ছিলেন কাউন্সিলর গৌরী শংকর মাহেস্বরী সহ সিভিল ডিফেসেণ্সের দু চারজন । 
সন্ধ্যা কালীন এই পুজো পর্ব নির্বিঘ্নে কেটেছে বলে জানা যায় ।