Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগামীকাল কোচবিহারে 'বাংলা পক্ষ'র প্রথম সাংগঠনিক বৈঠক




'বাংলা পক্ষ', একমুহূর্তে বাঙালির সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠনের একটি।গণমাধ্যম 'ফেসবুক' থেকে শুরু করলেও  ধীরে ধীরে 'বাংলা পক্ষ' রাজ্যের বিভিন্ন জেলায় সাংগঠনিক  আলোচনা করেছে।আগামীকাল 'বাংলা পক্ষ'র  আলোচনা সভা হবে কোচবিহার জেলায়,দুপুর ১টা নাগাদ, চৌরঙ্গী মোড়ের পাশে এক সদস্যের বাড়িতে। উত্তরবঙ্গের সভাপতি 'শুভাস সাহা'র উদ্যোগে  এই
আলোচনা সভা হবে বলে জানা গিয়েছে।কোচবিহারের এক সদস্য 'কানু কর' আমাদের সংবাদ মাধ্যমকে জানান,  'কোচবিহারে যাঁরা বাংলা পক্ষর সাথে যুক্ত সদস্য, আমরা সবাই মিলে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাব আগামীতে। 'ফেসবুক'এ অনেকেই এক্টিভ মেম্বার রয়েছেন, কিন্তু আগামীকালের  প্রথম আলোচনায় হয়তো আমরা ১০/২০ জন শুরু করব।পরবর্তীতে আরও অনেকেই যুক্ত হবেন আমাদের সাথে।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code