তপন বর্মন,বড়শাকদল, ১০ নভেম্বর:
গতকাল  রাত্রে সবুজ পল্লী ক্লাবের পরিচালনায়  সবুজ পল্লী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল ১৬ দলীয় নকআউট সর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট। খেলার উদ্বোধন করেন বড়শাকদল গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয় তাপস দাস মহাশয়। প্রচুর ক্রিকেট প্রেমি মানুষের সমাগমে এই খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিল সায়ন দেব, প্রসেনজিৎ বর্মন প্রমূখ। এই খেলা অংশগ্রহণকারী দল গুলির মধ্যে উল্লেখযোগ্য দল হল করে বাসন্তীরহাট ইউনিট, দিনহাটা চড়কমাঠ ইউনিট, বালিকা স্টার, বালিকা রবি ইলেভেন, ত্রিমোহিনী নব শক্তি সংঘ ইত্যাদি। ফাইনাল খেলায় অংশ নেয় ত্রিমোহিনী নব শক্তি সংঘ এবং বাসন্তীর হাট  ইউনিট। হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়লাভ করে ত্রিমোহিনী নব শক্তি সংঘ।