ফিলিপিন্সের বাসিন্দা গেল রডরিগেজ নামে তরুণী বিমানে করে কোনও বিশেষ কাজে যাচ্ছিলেন। বিমানবন্দরে ঢোকার আগে তরুণী জানতে পারেন সাড়ে আট কেজি ওজনের জিনিসপত্র রয়েছে ব্যাগে। বিমানবন্দর কর্মীরা গেলকে জানান, সাধারণত বিমানের কোনও যাত্রী সাত কেজির বেশি মালপত্র নিখরচে বইতে পারেন না। সেক্ষেত্রে তাঁকে গ্যাঁটের কড়ি খরচ করে দিতে হয় অতিরিক্ত ভাড়া। সাত কেজির নির্ধারিত গণ্ডি অনুযায়ী গেলকেও তাই প্রায় দেড় কেজি অতিরিক্ত জিনিসের জন্য দাম দিতে হত। কিন্তু নিজের জিনিসপত্র বিমানে তোলার জন্য কোনও বাড়তি খরচ দিতে রাজি নন গেল। কীভাবে এক পয়সা খরচ না করে সমস্ত জিনিসপত্র নিয়ে বিমানে চড়া যায়, সেই ভাবনাচিন্তা করতে থাকেন। কিছুক্ষণের মধ্যে একটি ফন্দি আঁটেন তিনি। সেই পরিকল্পনা অনুযায়ী, প্রায় আড়াই কেজি ওজনের পোশাক গায়ে চড়িয়ে নেন। ফলে ব্যাগের ওজন কমে দাঁড়ায় সাড়ে ছ’কেজি। শুধুমাত্র উপস্থিত বুদ্ধির জেরেই অতিরিক্ত ভাড়া খরচ না করে গন্তব্যে পৌঁছান ওই তরুণী।

পরে অবশ্য সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত পোশাক পরা ছবি পোস্ট করেন ওই তরুণী। যা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।