সিতাই ব্লকের চামটা গ্রামের মোফিয়া খাতুনের সাথে পশ্চিম বালাপুকুড়ির মিঠুন মিঞার বিয়ে হয়েছে বলে জানান মোফিয়া। বিয়ের ছয়মাস কাটতে না কাটতেই মোফিয়াকে তালাক দিয়ে বাড়ির বাইরে বের করে গেটে তালা ঝুলিয়ে দেয় এবং সাথে তাকে মারধোরও করা হয় বলে অভিযোগ। 
কিন্তু তালাকের বিরুদ্ধে রুখে দাঁড়ায় মোফিয়া। ১৫ অক্টোবর শ্বশুর বাড়ি ফিরে পেতে শ্বশুর বাড়ির গেটেই ধর্ণায় বসে পরে। বিগিত ৫ দিন থেকে ঠায় ধর্ণায় বসে আছে। 
ঘটনাস্থলে পুলিশ পৌছালেও এখনো সমস্যার সমাধান হয়নি বলে জানা গেছে। মোফিয়া জানায় পুলিশ প্রশাসন তার সাথে সহযোগিতাও করছে না। যারা তার স্বামীকে পালাতে সাহায্য করছে তাদের ধরে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না সেই প্রশ্নও উঠে আসছে। 
ছেলে মিঠুন মিয়াঁর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


বিস্তারিত শুনুন ভিডিওতে-