pic: the quint


ইতিমধ্যেই ভোট গুরু প্রশান্ত কিশোরের নির্দেশ মেনে একাধিক পদক্ষেপ নিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রশান্ত কিশোরের আই প্যাক সংস্থা জনসংযোগ বাড়ানোর জন্য দিদিকে বলো কর্মসূচির শুরু করেছে৷ জনসংযোগ বাড়ানোর জন্যও প্রতিটি বুথে বুথে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে রাত কাটানো এবং বোঝানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

কিন্তু এসব মেনে নিলেও আবারও ভোট গুরুর নয়া কৌশল কার্যত তৃণমূলের বিধায়ক শিবিরে অস্বস্তি সৃষ্টি করেছে৷ এ বার  বিধায়কদের নির্বাচনী এলাকায় কোনো আকর্ষণীয় কিছু থাকলে তা বিধায়কদের ভিডিও করে পাঠাতে হবে৷ এমনকী বিধায়কদের এলাকায় কি উন্নয়ন হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য ভিডিও করে পাঠাতে হবে৷ 

তবে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে মাত্র এক মিনিট। গোটা বিধানসভা এলাকায় উন্নয়নের ছবি মাত্র এক মিনিটের ভিডিওতে কী ভাবে পাঠাবেন? সেই চিন্তাই গ্রাস করেছে বিধায়কদের৷ অনেকেই নাকি ইতিমধ্যে পেশাদার ফটোগ্রাফারদের সঙ্গে যোগাযোগ করেও সমস্যার সমাধান করতে পারেননি৷