২৭ ফেব্রুয়ারি ২০১৯ সালে, ভারতের আকাশসীমা লঙ্ঘন করে কয়েকটি পাকিস্তান যুদ্ধবিমান। মুহূর্তের মধ্যে আকাশে উড়ে গিয়েছিল ভারতীয় বায়ুসেনার ২টি মিগ-২১ যুদ্ধবিমান। যার একটিতে ছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন। সরকারি সূত্রের খবর, তিনি পাক হামলা বানচাল করেন এবং পাকিস্তানের বিমান বাহিনীর একটি এফ -১৬ যোদ্ধা জেট ধ্বংস করে দেন। যদিও তারপর তিনি বিপাকে পড়েন যান। তাঁর বিমানকে নামায় পাকিস্তান। ধরা পড়ে যান তিনি, তারপরই তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে বলে দাবি করে পাকিস্তান। তিন দিন ধরে রাখার পর, ১ মার্চ ২০১৯ সালে, পাকিস্তান সরকার তাঁকে মুক্তি করে।
অভিনন্দন সমগ্র ভারতবাসীর কাছে হয়ে ওঠেন আপনজন। সমগ্র দেশ সেদিন উত্তাল হয়ে উঠেছিলো অভিনন্দনের জন্য। আর এই উইং কামান্ডার অভিনন্দন কে নিয়েই এবার মাথাভাঙ্গার সান সাইনিং ক্লাবের মহিলা পরিচালিত দূর্গা পুজোর থিম। 
ভারতীয় বায়ু সেনার এয়ার স্ট্রাইক এবং উইং কমান্ডার অভিনন্দন বর্তমান কে দেশে ফিরেয়ে দেওয়ার কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে। আর যা দেখতে উপচে পড়ছে ভিড় ষষ্ঠী থেকেই।