দুর্নিবার- দিনহাটা থেকে প্রকাশিত একটি ই-ম্যাগাজিন। ইতিমধ্যে সাড়া জাগিয়েছে পাঠক মহলে। বর্তমান সম্পাদক নাদিরা আহমেদ। সহ সম্পাদক সঞ্জীব কর্মকার, সাগর বর্মন ,ধৃতিমান দত্ত । এবার তাদের পত্রিকার পক্ষ থেকে দিনহাটায় শারদ সম্মান জানালো একাধিক ক্লাব কে। একনজরে দেখে নিন দুর্নিবার শারদ সম্মান পেলো কোন কোন ক্লাব-
দুর্নিবার শারদ সম্মান ১৪২৬
সেরা ঐতিহ্যবাহী পূজা :
মা মহামায়া পাট , দিনহাটা
সেরা মন্ডপ সজ্জা :
মদনমোহন বাড়ি , দিনহাটা
সেরা প্রতিমা :
নাট্যসংস্থা , দিনহাটা
সেরা ভাবনা :
সব্যসাচী সংঘ , দিনহাটা
অনন্য সামাজিক ভাবনা :
কিশোর সংঘ , দিনহাটা
অনন্য পূজা:
স্টেশন পাড়া দুর্গা পূজা কমিটি, দিনহাটা
শ্রেষ্ঠ গ্রামীণ পূজা:
বামনহাট স্টেশন পাড়া দূর্গা পূজা কমিটি, বামনহাট
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊