আজ মহা অষ্টমীর সন্ধ্যায় বুড়িরহাট বিশ্বহিন্দু পরিষদ ও বজ্রংদল এর পক্ষ থেকে বুড়িরহাট চৌপথীতে এক জিলেপি ও জলছত্রের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বামন হাট প্রখণ্ডের সৎসঙ্গ প্রমুখ অরুণ কুমার রায় কার্যকর্তা সঞ্জিব বর্মন, চঞ্চল বর্মন, মিঠুন শর্মা সহ আরও অনেকে।
অরুণ কুমার রায় জানান- পূজায় দর্শনার্থীদের সাথে আনন্দ বিনিময়ের উদ্দেশ্যেই এই আয়োজন। কার্যকর্তা সঞ্জীব বর্মন বলেন, যে কোন শুভকাজে মিষ্টিমুখ করাতে হয়, তাই এই আয়োজন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊