মৃগাঙ্ক সরকারঃ 
suci (কমিউনিস্ট) দলের  NRC এর প্রতিবাদ, ১ম শ্রেণী থেকে পাশফেল চালুর দাবি সহ ১১ দফা দাবিতে ১৩ নভেম্বর উত্তরকন্যা ও নবান্ন অভিযানের প্রস্তুতি সভা  অনুষ্ঠিত হলো কুচবিহারের সুকান্ত মঞ্চে। 
আলোচনা সভায় বর্তমানে দেশের বিভিন্ন সমস্যা গুলিকে উপস্থাপন করা হয় এবং তার পাশাপাশি NRC এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান বক্তা ছিলেন দলের রাজ্য সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য মহাশয় সহ অন্যান্য নেতৃত্বরা।