গতকাল শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি'কে শারদ শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের অতিথি অধ্যপকরা, মুখ্যমন্ত্রীর ঘোষণায় যাঁরা এখন 'state  aided College  teacher'। সংগঠনের তরফ থেকে উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজ থেকে আগত 'state aided College teacher' ।এদিন  সংগঠনকে নেতৃত্ব দিয়েছিলেন রামপ্রসাদ সরকার,নিশিকান্ত রায়,সাবিদুল হক,অশোক সরকার এবং অনেকেই। মুখ্যমন্ত্রী প্রায় মাস দুই আগে ঘোষণা করেছিলেন 'অতিথি অধ্যাপক'দের স্থায়ীকরনের কথা। 
তিনি জানান-  'PTT, CWTT, GUEST TEQCHER এখন থেকে state aided college teacher.
** বেতনক্রম
UGC qualified  with above 10 years-30000/-
UGC qualified below
 10 years-26000/-
UGC non- qualified above 10years - 20000/-
UGC non - qualified below 10 years- 15000/-

৬০ বছর স্থায়ী ।
প্রতিবছর ৩% ইনক্রিমেন্ট ।৩ লাখ graduity .