Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাঙালিদের 'শুয়ারকা বাচ্চা' বলায় উত্তাল কোলকাতা


গতকাল কালীঘাট মেট্রো স্টেশনে সিরাজকে,যিনি বাংলা পক্ষর সহযোদ্ধা। সেই সিরাজকে বিহারী আরপিএফ পিটিয়ে, লাথি মেরে, মাথা ঠুকে বলেছে 'গরীব বাঙালীকা বাচ্চা', 'শুয়ার কা বাচ্চা'। আর তখনই বাংলা পক্ষর প্রায় ৫০ জন সহযোদ্ধা কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে পৌঁছে যায়। সাথে যোগ দেয় শত শত মেট্রোযাত্রী বাঙালী, বাংলা প্রেমিক। বাংলা প্রেমে কালীঘাট মেট্রো স্টেশন চত্ত্বর কেঁপে ওঠে। 'জয় বাংলা', 'আরপিএফে বাঙালী চাই','বিহারী নয়, বাঙালী চাই' স্লোগানে। কলকাতা পুলিশ সহযোগিতা করে এবং এফ আই আর নেওয়া হয়। বাঙালীর শত্রু বহিরাগত 'গুটখাখোর' আরপিএফের নাম রাজেশ কুমার মিনা। 'বাংলা পক্ষ'র নেতৃত্বে এবং বাঙালীর প্রতিরোধে পিছু হটে 'বাঙালীর শত্রুরা'।'বাঙালী পক্ষ'র সদস্যদের দাবি 'আমরা প্রমাণ করলাম, কলকাতার মাটি, জয় বাংলার ঘাঁটি।'


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code