Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইট ভাটার শ্রমিকদের মুখে হাঁসি ফোটালো 'স্মাইল ইন্ডিয়া'


রুজি-রোজগারের আশায়  ভিন রাজ্যের শ্রমিকরা হাজির হয় এ রাজ্যের বিভিন্ন ইট ভাঁটা গুলোতে।পরিবারের সমস্ত চাহিদা মেটানোর ক্ষমতা শ্রমিকদের থাকেনা । গতকাল  'স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল ইন্ডিয়া  ফাউন্ডেশন'-এর তাহেরপুর শাখার উদ্যোগে কিছু পুরাতন ব্যবহার যোগ্য পোশাক নিয়ে যাওয়া হয় স্থানীয় ইট ভাঁটাগুলিতে । সেগুলি  গ্রহণ করেন শ্রমিক ও তাদের  পরিবারের সদস্যরা।  তাহেরপুর শাখার অন্যতম সদস্যা প্রীতি রায়চক্রবর্তী বলেন 'দুর্গাপূজাতে আমরা তাহেরপুর এলাকায় ১৭০ জনকে নতুন পোশাক তুলে দিতে পেরেছি। সারা বছর ধরেই আমরা এমন মানবিক কাজের সঙ্গে যুক্ত থাকি,যদি  সাধারণ মানুষ এগিয়ে আসেন তাহলে আগামী দিনগুলোতে আরো ভালো কাজ করতে পারবো বলে আশা রাখি"।স্থানীয় জনসাধারণ সংস্থার  কাজ কে প্রশংসা করেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code