বুধবার রিলায়েন্স জিও  ঘোষণা করেছিল ভোডাফোন আইডিয়া বা ভারতী এয়ারটেলের মতো অন্য মোবাইল নেটওয়ার্কে ভয়েস কলের জন্য প্রতি মিনিটে ৬ পয়সা করে চার্জ করা হবে।  টেলিকম সংস্থার তরফে জানানো হয়েছে, অন্য মোবাইল নেটওয়ার্কে আউটগোয়িং কলের ক্ষেত্রে জিও গ্রাহকরা অতিরিক্ত ‘ইন্টারকানেক্ট ইউসেজ' বা আইইউসি (IUC) টপআপ ভাউচার (Top-Up Vouchers) কিনতে পারবেন। ওই ভাউচার ১০ থেকে ১০০ টাকার মধ্যে পাওয়া যাবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে জিও-র পক্ষে। এই ভাউচারের সাহায্যে ‘নন-জিও' নেটওয়ার্কে ফোন করা যাবে নির্দিষ্ট সময় পর্যন্ত।


রিলায়েন্স জিও-র তরফে জানানো হয়েছে, ‘‘অন্য মোবাইল অপারেটরকে কল করলে আইইউসি রেট অনুযায়ী প্রতি মিনিটে ৬ পয়সা চার্জ করা হবে। সেজন্য আইইউসি টপআপ ভাউচার রিচার্জ করতে হবে, যতদিন না ট্রাই ওই মূল্যকে শূন্যে নিয়ে যাচ্ছে।''

জিও জানিয়েছে, জিও গ্রাহকরা অন্য জিও গ্রাহকদের ফোন করলে কোনও চার্জ ধার্য করা হবে না। পাশাপাশি ল্যান্ডলাইনে ফোন করলেও অতিরিক্ত চার্জ দিতে হবে না। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ, ফেসটাইম ও অন্য এই ধরনের প্ল্যাটফর্ম থেকে ফোন করলেও তা এই নিয়মের মধ্যে পড়বে না। এছাড়া সমস্ত ইনকামিং কলও সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।