সংবাদ একলব্যঃ
পশ্চিমবঙ্গ সরকারের 'জল ধরো জল ভরো 'প্রকল্পের সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে দিনহাটা সাহেবগঞ্জ রোড এর ১৩ নং ওয়ার্ডে।
গত তিনমাস ধরে এভাবেই জল অপচয় হয়ে চলেছে দিনহাটা  সাহেবগঞ্জ রোড ১৩নং ওয়ার্ডে । স্থানীয়দের বক্তব্য   পৌরসভায় বারবার  অভিযোগ জানানো হলেও অদক্ষ হাতের মেরামতের জন্যে সমস্যার সমাধান হয় নি । সারা বিশ্ব যখন জলের সঙ্কট নিয়ে চিন্তিত তখন এভাবে জলের অপচয় মোটেই মেনে নিতে পড়ছেন না স্থানীয়রা ।