কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেল। গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ কর্মী নিয়োগ করবে পূর্ব রেল। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের www.er.indianrailways.gov.in  মাধ্যমে আবেদন করতে পারেন।
গ্রুপ ‘সি’
শিক্ষাগত যোগ্যতা:

৫০ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর বয়স:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী আবেদনকারীরা বয়সে নির্দিষ্ট ছাড় পাবেন। তফসিলি জাকি এবং উপজাতির প্রার্থী পাঁচ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর ছাড় পাবেন।
গ্রুপ ‘ডি’:
গ্রুপ ‘ডি’ পদে মোট আটজনকে নিয়োগ করা হবে। হাওড়া, শিয়ালদহ, আসানসোল, মালদহ, লিলুয়া, কাঁচরাপাড়া, জামালপুর ডিভিশনে একজন করে কর্মী নিয়োগ করা হবে। 
শিক্ষাগত যোগ্যতা: 
ন্যূনতম মাধ্যমিক পাশরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩৩ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী আবেদনকারীরা বয়সে নির্দিষ্ট ছাড় পাবেন। তফসিলি জাকি এবং উপজাতির প্রার্থী পাঁচ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি:
৮ ডিসেম্বরের মধ্যে www.er.indianrailways.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের ফি:
এই শূন্যপদে আবেদনের জন্য সাধারণ (জেনারেল) প্রার্থীদের ব্যাংকে ৫০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে। তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি) প্রার্থীদের ২৫০টাকা ব্যাংকে জমা দিতে হবে।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:

লিখিত পরীক্ষা এবং মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের প্রাপ্ত নম্বরের গড় হিসাব অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে।