Sangbad Ekalavya: শ্যামাপুজো উপলক্ষে স্মার্ট ভিউ সেন্টারে রিলিজ হলো জলছবি পরিবেশিত শ্যামাসংগীত 'মা মহাকালি'. উপস্থিত ছিলেন গায়িকা সঞ্চারী সরকার ,সুরকার সৌরভ গঙ্গোপাধ্যায়, গীতিকার প্রবীর সরকার, আরশিনগরের কর্ণধার তথা ডি,ও,পি - সাত্যকি চন্দ,আবহমান পত্রিকার সম্পাদিকা লিপি সাহা প্রমুখ।
গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে সঞ্চারী সরকারের শ্রুতিমধুর কণ্ঠ,দেবপ্রিয়া রক্ষিত এর মাকালী রূপে দূর্দান্ত নাচ প্রশংসা কুড়িয়েছে .সুরকার সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন এ একটু ভিন্ন স্বাদের শ্যামাসংগীত।
গীতিকার প্রবীর সরকার বলেছেন এবারে আমার লেখা শ্যামাসংগীত একটু অন্যরকম,ঘরানা বদল করলাম-শ্রোতাদের ভালো লাগবে আশাকরি।
ভিডিওটি দেখতে ক্লিক করুন নীচের লিংকে-
ভিডিওটি দেখতে ক্লিক করুন নীচের লিংকে-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊