এবার কোচবিহারে পূজার আকর্ষন দিনহাটা। একাধিক বিগ বাজেটের পূজা এবং মনোলোভা থিমের জেরে জনপ্লাবন শুরু হয়েছে পঞ্চমী থেকেই। এই ভীড় এড়াতে দেখে নিন দিনহাটা পুলিশ প্রকাশিত পূজা গাইড ম্যাপ।

শুভ মহালয়ার পূণ্যতিথিতে দিনহাটা পুলিশ স্টেশন তথা দিনহাটা প্রশাসনের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও দিনহাটার আপামর জনসাধারনের এবং পূজো দর্শনার্থীদের সুবিধার্থে প্রকাশিত হয়েছে " পূজো গাইড ম্যাপ।

দিনহাটা চৌপথিতে দিনহাটা পুলিস এর উদ্যোগে পূজোর রোড ম্যাপ প্রকাশ হয়। ম্যাপ প্রকাশে সহযোগী ছিল হীরক এন্টারপ্রাইজ। হীরক এন্ট্রপ্রাইজের কর্ণধার শ্রী হীরক চাকী জানিয়েছেন- "এই মহৎ কাজে প্রশাসনের সহযোগী থাকতে পেরে গর্বিত ও কৃতজ্ঞ। দিনহাটা পুলিশ স্টেশনের সমস্ত আধিকারিক ও প্রশাসন কতৃপক্ষকে অনেক ধন্যবাদ।"