আগামী 10 ই অক্টোবর বিজয়া দশমী তে আসতে চলেছে ফাইভ স্ট্রিংজ ব্যান্ডের পঞ্চম মিউসিক ভিডিও " ভাদর আশিন ও মাসে ". জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের অন্যতম ফোক ব্যান্ড ফাইভ স্ট্রিংজের এই ভিডিওটি রিলিস হবে angel digital এর ইউটুব চ্যানেল থেকে. এই গান রেকর্ড হয়েছে ময়নাগুড়ির অন্যতম রেকর্ডিং ষ্টুডিও reverb থেকে. এই ভিডিও মূলত ডুয়ার্সে শুটিং. শুটিংয়ে ডাইরেকশন দিয়েছেন আয়ুষ্মান গোস্বামী ও তার টীম কল্পদ্রুমা . দশমীতে চোখ রাখুন ঠিক দুপুর 12টায় angel digital এর ইউটুব চ্যানেলে.
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊