আজ সকালে সাহেবগঞ্জ দূর্গানগর ২য় খন্ডে নাহানূর রহমানের বৃদ্ধা মা পালিত গাভী গরু বাড়ির পাশে খড়ের গাদায় বেধে রেখে আসে। ছোট বাছুর টিও সাথেই ছিল। বেঁধে রেখে বাড়ির দিকে আসতেই দেখতে পান বাছুরটি ঝটকা খেয়ে পাশে পুকুরে পড়ে, আর গাভী গরুটি সেখানেই পড়ে যায়। 
মুহুর্তে এলাকার লোকজন ছুটে আসে তাঁর চিৎকারে। উত্তেজনার সৃষ্টি হয়। গ্রাম পঞ্চায়েত অপু বর্মন সাহেবগঞ্জ বিদ্যুৎ অফিসে খবর দেন  এবং পরিস্থিতে নিয়ন্ত্রনে আনেন। কিন্তু  দুপুর ১২ টা অতিক্রম করলেও সেখানে বিদ্যুৎ বিভাগের কোন ব্যক্তি পৌছাননি বলে অভিযোগ। 

বিস্তারিত শুনুন ভিডিওতে-